মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় আহত চীনা নাগরিকের ঢামেকে মৃত্যু হয়েছে। নিহতের নাম সাইং (৩২)।বাহকের দেওয়া তথ্য মতে, আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর জেলার শিবচর উপজেলার আড়িয়াল খাঁ ব্রিজ সংলগ্ন হাইওয়ে রোডে পদ্মা রেলওয়ের প্রজেক্টের সার্ভেয়ার সাইং প্রজেক্ট দেখার জন্য যাচ্ছিলেন। ফরিদপুরের ভাঙ্গা অস্থায়ী ক্যাম্প থেকে শিবচর হাইওয়ে দিয়ে পিকআপ গাড়িতে চড়ে প্রজেক্ট দেখতে যাওয়ার সময় ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভিকটিম সাইং গুরুতর আহত হন।
তাৎক্ষণিক তার সহকর্মী এবং বাংলাদেশের নাগরিক মো. রনি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভিকটিম সাইংকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।