বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:১১ অপরাহ্ন

ধারাবাহিক নাটক ‘বউ-শাশুড়ি’ নতুন এক মাইলফলকে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৬
বৈশাখী টিভির প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘বউ-শাশুড়ি’ নতুন এক মাইলফলকে উন্নীত হচ্ছে  ২২ মে। এদিন নাটকটির  ৫০০তম পর্ব প্রচার হবে। নাটকটি সপ্তাহে তিন দিন শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে ও রাত ১১টায় প্রচার হচ্ছে।টিপু আলম মিলনের গল্পে, আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আল মনসুর, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, রোজী সিদ্দিকী, আরফান আহমেদ, জয়রাজ, সায়কা আহমেদ, নাজিরা মৌ, শফিক খান দিলু, হিরা, শেলী আহসান, রিয়া চৌধুরী, প্রাণেশ চৌধুরী।নাটকের কাহিনিতে দেখা যায়, গল্পের নায়ক আবিরের বিয়ে নিয়ে পরিবারের সবাই যখন ব্যতিব্যস্ত, তখন আবির তার প্রেমিকা শিলাকে বিয়ে করে বাসায় নিয়ে আসে। শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব। কারণ আবিরের মা রওশন আরা তার ছেলের সঙ্গে কোনো আলোচনা না করেই তার ব্যাবসায়িক পার্টনার আজমল সাহেবের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করেন।

আরো পড়ুন: শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কারণ আজমল সাহেবের মেয়েকে পুত্রবধূ বানাতে না পারলে রওশন আরাকে পুরো পরিবার নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে।সপ্তাহে তিন দিন শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি। বাড়ির কর্তা আল মনসুর কাজের মেয়ে ময়নাকে বিয়ে করা নিয়ে জমে উঠেছে ধারাবাহিকটি। পরিবারের উপর দিয়ে বয়ে যাচ্ছে প্রবল ঝড়। ময়না চরিত্রে অভিনয় করছেন হিরা।নাটক নিয়ে বলতে গিয়ে গল্পকার টিপু আলম মিলন বলেন, মা-বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান নিয়েই আমাদের সংসার। সংসার সুখের হবে এমনটাই স্বাভাবিক। কিন্তু অনেক সংসারে সুখ যেন সোনার হরিণ। বউ শাশুড়ির সম্পর্কই এর মূল কারণ। বউ-শাশুড়ির এ যুদ্ধটা এখন যেন সামাজিক ব্যাধি।

তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন নিত্যনৈমিত্তিক বিষয়। ছেলে কার মন রক্ষা করবে ? মায়ের না স্ত্রীর ? সংসারে শুরু হয় প্রতিযোগিতা,দ্বন্দ্ব,অশান্তি।তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই বউ-শাশুড়ি নাটকের গল্পটি লেখা। আজ প্রচার হবে নাটকের ৫০০ পর্ব। আমার লেখা এ নাটকটি দর্শক গ্রহণ করায় এবং জনপ্রিয়তা পাওয়ায় খুব ভালো লাগছে। আগামীতেও এ জনপ্রিয়তা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।আরো পড়ুন: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত

শেয়ার করুন

আরো খবর