নিজের পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে পুলিশ কনস্টেবল নিহত
নিজস্ব প্রতিবেদক
আপডেট সময়
বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
২০
রাজধানীর বনানীতে ‘নিজের পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়েছেন’ আশরাফ উজ জামান রনি (২২) নামে এক পুলিশ কনস্টেবল। গুলিবিদ্ধ অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃহস্পতিবার সকাল ৭টা ৫৫ মিনিটে মৃত ঘোষণা করেন।এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।সহকর্মীদের বরাত দিয়ে পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘বনানী ১১ নম্বর রোডের চেকপোস্টে সকাল থেকে ডিউটি ছিল তার। সেখানে গিয়ে একটি বাথরুমে গিয়ে তার নিজের নামে ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজের বুকে নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে তারা জানিয়েছেন। ওই সময় সেখানে তিনি একাই ছিলেন। গুলির শব্দ পেয়ে সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
আরো পড়ুন: সিসি ক্যামেরায় নির্বাচনের ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশনরনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কম্পানিতে কর্মরত ছিলেন। মিরপুর পুলিশ লাইনে থাকতেন। ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে রনির বাড়ি। তিনি ২০২০ সালে চাকরিতে যোগদান করেছিলেন।পুলিশের ধারণা, পারিবারিক কোনো কারণে হয়তো তিনি আত্মহত্যা করেছেন।
আরো পড়ুন: আইপিএলের ফাইনালে ধোনির চেন্নাই