শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৬ পূর্বাহ্ন

নিম গাছের ডালে মিলল ঝুলন্ত কলেজছাত্রের লাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৬৮

শেরপুরের শ্রীবরদীতে আশিক (১৯) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১১টার দিকে পৌর শহরের পোড়াগড় এলাকার পরিত্যক্ত মাঠে কাঠের বাগানের নিম গাছের ডাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত আশিক ওই এলাকার নুরল ইসলামের ছেলে। তিনি শ্রীবরদী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।জানা যায়, সংসারের অভাব-অনটনের কারণে আশিক টিউশনি করে লেখাপড়ার খরচ বহন করতেন। সম্প্রতি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তার মা-বাবা চিকিৎসা করান। এতে কিছুটা সুস্থ হন আশিক।

আরো পড়ুন:স্বস্তিদায়ক দায়ক ঈদ যাত্রা নিশ্চিত করার দৃঢ়প্রতিজ্ঞ

বুধবার রাতে আশিক তার মাকে কাঠের বাগানে যাবেন বলে জানান। এ সময় তার মা তাকে বাধা দেন। বৃহস্পতিবার ভোরে তিনি একটি নতুন গামছা নিয়ে বাগানে যান। সেখানে নিমগাছের ডালের সাথে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে পড়েন।পরে বাড়ির লোকজন দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।   আশিকের মা আকলিমা বলেন, রাতে সে গামছা নিয়ে বাগানে যাইতে চাইছিল। যাবার দেই নাই। আমরা ঘুম থাইকা না উঠতেই ঘর থেকে বের হয়ে যায়।পরে দেহি সে গাছের ডালের সাথে ফাঁসি দিছে।  এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই নুরুল হক বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে। তবে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্যে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

আরো পড়ুন:শুরু সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসর

শেয়ার করুন

আরো খবর