নীলফামারীতে এবার ৫ ব্যাংক কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (২ মে) রাতে জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্র হতে নীলফামারী জেলায় ওই ৫ কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে।
এ ঘটনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ডিমলা শাখার পাশের যে মেসে ওই ব্যাংক কর্মকর্তা থাকতেন তাসহ দুটি বাড়ি ও পার্শ্ববর্তী দোকান লকডাউন করে গণবিজ্ঞপ্তি দিয়েছেন উপজেলা প্রশাসন।
আক্রান্তদের জেলা সদরের জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে।
এ নিয়ে জেলায় ২১ জন করোনা রোগীর শনাক্ত হলো। এর মধ্যে আইসোলেশন ওয়ার্ড হতে ৬ জন সুস্থ হয়ে নিজ নিজ বাড়ি ফিরে গেছে।