বুধবার, ২২ মার্চ ২০২৩, ০২:১৯ পূর্বাহ্ন

নেত্রকোনার লক্ষাধিক মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে

নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২২৫
নেত্রকোনার লক্ষাধিক মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে

নেত্রকোনার ১০টি উপজেলায় বন্যায় ৫ লাখ ৫৪ হাজার ৪১০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি কমায় এরই মধ্যে কোনো কোনো পরিবার আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িতে ফিরেছে। ৩৫৩টি আশ্রয়কেন্দ্রে এখনো ১ লাখ ১২ হাজার মানুষ আছে। বাড়িঘর থেকে বন্যার পানি না নামায় ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক পরিবার বাড়িতে ফিরতে পারছে না। আজ শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

জেলা প্রশাসকের কার্যালয়, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলমাকান্দা, দুর্গাপুর, বারহাট্টা, মোহনগঞ্জ, খালিয়াজুরি ও মদন উপজেলায়। পাঁচটি উপজেলায় এলাকায় এখনো পানিবন্দী তিন লক্ষাধিক মানুষ। সরকারি হিসাবে দেখানো হয়েছে, কলমাকান্দার ৮টি ইউনিয়নে ৫৮ হাজার ৫০০ জন মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু জনপ্রতিনিধিরা বলছেন, ৩৭৬ দশমিক ২২ বর্গকিলোমিটার আয়তনের উপজেলায় জনসংখ্যা ৩ লাখের বেশি। ৩৪৩টি গ্রামেই বন্যার পানি আসে। এতে লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয় সীমান্তবর্তী লেংগুরা, খারনৈ, রংছাতি এবং হাওরাঞ্চল বড়খাপন ইউনিয়নে।

আরো পড়ুন:এবার প্রায় সোয়া কোটি কোরবানির পশু প্রস্তুত

শেয়ার করুন

আরো খবর