বুধবার, ৩১ মে ২০২৩, ১১:১২ অপরাহ্ন

পরশুরামে বঙ্গবন্ধু কর্ণার ও লাইব্রেরী উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৪৪

পরশুরামে বঙ্গবন্ধু কর্ণার ও লাইব্রেরী উদ্বোধন করেছেন ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বঙ্গবন্ধু কর্ণার ও লাইব্রেরীর উদ্বোধন করেন ।জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান উদ্বোধন শেষে অতিথিদের সাথে নিয়ে বঙ্গবন্ধু কর্ণার ও লাইব্রেরী ঘুরে দেখেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল,পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো সাইফুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআও) অজিৎ দেব নাথ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম তাঁর অফিস সংলগ্ন একটি কক্ষে বঙ্গবন্ধুর দুর্লভ বিভিন্ন ছবি ও শতাধিক বই নিয়ে সাজিয়েছেন লাইব্রেরী ও বঙ্গবন্ধু কর্ণার।

 

আরও পড়ুন:রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না বুধবার

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম বলেণ, ‘মুজিব কর্নার’ এর মাঝখানে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। দেয়ালে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর ঘটনাবহুল সংগ্রামী রাজনৈতিক ও পারিবারিক জীবনের দুর্লভ কিছু আলোকচিত্র। একপাশে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর নিজের লেখা বই ও বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বিশিষ্ট লেখকদের বিভিন্ন বই।শ্রদ্ধা ও ভালবাসার নান্দনিক ভাবে তুলে ধরা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ইউএনও আরো বলেন, বঙ্গবন্ধু কর্ণার ও লাইব্রেরী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগতদের জন্য উন্মুক্ত থাকবে।প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল-হাসান বলেন, এই বঙ্গবন্ধু কর্ণার থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ এখানে আগতরা বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এই জানার মাধ্যমে অনেকের মধ্যে বঙ্গবন্ধুকে আরো গভীরভাবে জানার আগ্রহ সৃষ্টি হবে এবং বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্বা বাড়বে। এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি।

 

আরও পড়ুন:অপহরণের ৮ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

শেয়ার করুন

আরো খবর