করোনায় আক্রান্ত ও মৃত্যু ক্রমশ বৃদ্ধি পেলেও পাকিস্তানে শিথিল করা হয়েছে লকডাউন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পাকিস্তানে মার্কেট এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও খুলে দেয়া হয়েছে। এদিকে সোমবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির দিনেও মার্কেট খোলা রাখার আদেশ দিয়েছেন।