নানা আয়োজনে ঢাকায় উদযাপিত হয়েছে বিশ্ব পুতুলনাট্য দিবস। দিবসটি উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি জাতীয় পুতুলনাট্য উৎসবের আয়োজন করে। মঙ্গলবার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে এ উৎসবের আয়োজন করা হয়।পুতুলনাট্যে বিশেষ অবদানের জন্য এবার চারজনকে গুণীজন সম্মাননা দেওয়া হয়। তারা হলেন- ভানু চন্দ্র বর্মণ, কীরিটি রঞ্জন বিশ্বাস, মোছা. কাজলী ও অধ্যাপক ড. রশীদ হারুন।
আরও পড়ুন:অধিকারের বাংলাদেশে কাজ করার কোনো বৈধ নথি নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
উৎসবের অংশ হিসেবে আজ থাকছে ঢাকা পাপেট থিয়েটারের পরিবেশনায় মোহাম্মদপুর প্রভাতি আইডিয়াল স্কুল ঢাকা উদ্যানে থাকবে পুতুল নাচের পরিবেশনা।
আরও পড়ুন:মোবাইলে লুডু জুয়া: ৭ জুয়াডি গ্রেফতার