সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:১৩ অপরাহ্ন

পা ভেঙেছে হলিউড অভিনেতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১০২

কান চলচ্চিত্র উৎসবের পরই পা ভেঙেছে হলিউড অভিনেতা জনি ডেপের। এদিকে সামনে তার হলিউড ভ্যাম্পায়ার কনসার্টে অংশ নেওয়ার কথা। তার আগেই অভিনেতার এমন বিপদ ঘটেছে।দি হলিউড রিপোর্টার এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার জনি ডেপ তার ইন্সটাগ্রাম পেজে পোস্ট দিয়ে জানান, ‘বন্ধুরা, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার গোঁড়ালি ভেঙে গিয়েছে। এটা প্রথমে একটা হেয়ার লাইন ফ্র্যাকচার ছিল। কিন্তু কান এবং রয়াল অ্যালবার্ট হলের মাঝে কোথাও একটা এই বিপত্তি হল। ভালোর বদলে খারাপ হল। একাধিক চিকিৎসক আমায় যে কোনও ধরনের কাজ করতে নিষেধ করেছেন। ফলে দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি এই মুহূর্তে কোথাও যেতে পারব না।’তিনি তার ভক্তদের আরও জানিয়ে দেন তিনি আগামীতে অনুষ্ঠিত হতে যাওয়া হলিউডের ভ্যাম্পায়ার কনসার্টে অংশ নিতে পারবেন না। চিকিৎসক বারণ করেছেন। ফলে এখন তিনি আমেরিকার কোনও শহরে কোনও পারফর্ম করতে পারবেন না।

আরো পড়ুন:হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড বাদীর ৫ বছরের কারাদণ্ড

তিনি এই নোটের শেষে আরও লেখেন, ‘সর্বোপরি বন্ধুরা আমি তোমাদের সবাইকে মিস করব। কিন্তু চিন্তা করো না। আমি তোমাদের সবাইকে কথা দিচ্ছি ইউরোপের শোতে তোমাদের সব আক্ষেপ পুষিয়ে দেব আমি। আবারও আমি সবার থেকে ক্ষমা চাইছি। সবাই আমার ভালোবাসা আর শ্রদ্ধা জেনো। জনি ডেপ।’এদিকে টুইটারে হলিউড ভ্যাম্পায়ারের তরফে একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে হলিউড ভ্যাম্পায়ারের আমেরিকার সফরের দিন বদলানো হচ্ছে। জনির আঘাত লেগেছে। ওর গোঁড়ালিতে চোট লেগেছে। চিকিৎসক ওকে সফর করতে বারণ করেছে। তাই উনি এখন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন যাতে হলিউড ভ্যাম্পায়ারের ইউরোপ ট্যুরে তিনি তার সেরা দিয়ে পারফর্ম করতে পারেন।’কান চলচ্চিত্র উৎসবে অভিনেতা তার জেনে দু ব্যারি সিনেমার প্রচারে গিয়েছিলেন। সেখানে তার  সিনেমা দারুণ প্রশংসিত হয় ।

আরো পড়ুন:দেশে ১০৩ জনের করোনা শনাক্ত

শেয়ার করুন

আরো খবর