বুধবার, ২২ মার্চ ২০২৩, ১২:৩২ পূর্বাহ্ন

পৈতৃক ভিটায় পল্লীকবির কবরে পুষ্পমাল্য

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২২
ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্‌দীনের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফ‌রিদপুর জেলা প্রশাসন ও  জসীম ফাউ‌ন্ডেশনের যৌথ উদ্যোগে বি‌ভিন্ন কর্মসূ‌চির আ‌য়োজন করা হয়। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৮টার দি‌কে শহ‌রের অম্বিকাপু‌রের গো‌বিন্দপুর গ্রা‌মে  পৈ‌তৃক বা‌ড়ির আঙিনায় পল্লীক‌বির কব‌রে পুষ্পমাল‌্য অর্পণ, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।অন‌্যদের ম‌ধ্যে বক্তব‌্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াসিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটন আলী প্রমুখ। বক্তারা ব‌লেন, বাংলা সা‌হি‌ত্যের এক দিকপাল ছি‌লেন। ক‌বি তার লেখ‌নীতে পল্লী বাংলার মানু‌ষের জীবন‌চিত্র দরদভরা ভাষায় বর্ণনা ক‌রে‌ছেন।

আরও পড়ুন:মাছ-মাংস রক্তমাখা ফ্রিজে:হাজী বিরিয়ানিকে অর্থদন্ড

তি‌নি বর্তমান সম‌য়েও প্রাস‌ঙ্গিক উ‌ল্লেখ ক‌রে তারা ব‌লেন, পল্লীক‌বি‌কে নিয়ে আরো গ‌বেষণা করা প্রয়োজন। তা‌কে নতুন প্রজন্মের কা‌ছে প‌রি‌চিত ক‌রে তোলা আমা‌দের দা‌য়িত্ব। প‌রে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:তেলেগু গান ‘নাটু নাটু’র অস্কার জয়

শেয়ার করুন

আরো খবর