এবার সারার সঙ্গে শরীর চর্চা করতে দেখা গেল অভিনেত্রীর ভাই ইব্রাহিমকেও। শরীর চর্চার একটি ছবি সারা তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
এদিকে সারার ওই ছবি দেখে সমালোচনা করতে শুরু করেন নেটিজেনরা। যেখানে রমজান মাসের মধ্যে কেন শরীর চর্চা করছেন বলে সারাকে প্রশ্ন করতে শুরু করেন অনেকে।
কেউ বলেছেন, লজ্জা করে না পবিত্র রমজানের মধ্যে এসব করতে! রমজানের মধ্যে কেন এত ছোট ছোট পোশাক পরেছেন, লজ্জা করে না।
বলিউডের নিজের প্রথম ছবি ‘কেদারনাথ’ এবং দ্বিতীয় ছবি ‘সিম্বা’র মাধ্যমে চমক দেখিয়েছেন তিনি। দুটি ছবিতেই সারার অভিনয় প্রশংসিত হয়।