মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৩৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রী বুঝেশুনেই সিদ্ধান্ত নিয়েছেন : বিদায়ি সচিব

অনলাইন রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৮৩

পদোন্নতি পাওয়ার ১৯ দিনের মাথায় অবসরে পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদসচিব কবির বিন আনোয়ারকে। তার জায়গায় মন্ত্রিপরিষদসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে।

 

আরও পড়ুনঃহাথুরু কিংবা যেই আসুন, মিরাজের কাছে যে বিষয়টা গুরুত্ব

দায়িত্ব পালনের শেষ দিনে অফিসে ঢোকার পথে সাংবাদিকদের উদ্দেশে বিদায়ি মন্ত্রিপরিষদসচিব কবির বিন আনোয়ার বলেন, ‘আজ আমার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে। এটা রুটিনমাফিক পদ্ধতি।

এক্সটেনশন হওয়াটা একটা প্রিভিলাইজের বিষয়। এখন যেটা হয়েছে এটাই স্বাভাবিক ছিল। পরবর্তীতে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পারেন। ’

প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়ে কবির বিন আনোয়ার বলেন, ‘প্রধানমন্ত্রী বুঝেশুনেই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের প্রতি আমার সম্মান রয়েছে। ’

এর আগে গত ১১ ডিসেম্বর মন্ত্রিপরিষদসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয় পানিসম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে। তার আগে মন্ত্রিপরিষদসচিব হিসেবে অবসরে যান খন্দকার আনোয়ারুল ইসলাম।

শেয়ার করুন

আরো খবর