ভারতীয় বিনোদনজগতে আবার শোকের ছায়া। চলতি বছর একের পর এক আসছে মৃত্যুর সংবাদ। প্রয়াত টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডে। শুটিং সেটেই মৃত্যু হলো ‘অনুপমা’ সিরিয়ালখ্যাত অভিনেতার।গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গেই মারা যান বলে ধারণা করা হচ্ছে। তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। এই অভিনেতার মৃত্যুর তথ্য জানিয়েছেন তাঁর শ্যালক সিদ্ধার্থ নাগর। তিনিও বলিউডের একজন প্রযোজক। সূত্র টাইমস অব ইন্ডিয় সিদ্ধার্থ নাগর গণমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, আপনারা সত্যটিই শুনেছেন। আমাদের জামাইবাবু মারা গিয়েছেন। আমার বোন অর্পিতা পাণ্ডে ও আমাদের পরিবার এ ঘটনায় স্তব্ধ। ইতিমধ্যে নীতেশের বাবা লাতপুরীতে রওনা দিয়েছেন। সেখানে তাঁর দুপুরের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। এ ঘটনায় আমরা একেবারেই ভেঙে পরেছি। এমন দুঃখজনক ঘটনার পর আমার বোনের সঙ্গেও কথা বলতে পারছি না। আমরাও লাতপুরী যাচ্ছি। এখন ট্রেনে আছি। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।’