বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:১২ অপরাহ্ন

প্রয়াত টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা নীতেশ মৃত্যুবরন করেছেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৩১

ভারতীয় বিনোদনজগতে আবার শোকের ছায়া। চলতি বছর একের পর এক আসছে মৃত্যুর সংবাদ। প্রয়াত টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডে। শুটিং সেটেই মৃত্যু হলো ‘অনুপমা’ সিরিয়ালখ্যাত অভিনেতার।গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গেই মারা যান বলে ধারণা করা হচ্ছে। তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। এই অভিনেতার মৃত্যুর তথ্য জানিয়েছেন তাঁর শ্যালক সিদ্ধার্থ নাগর। তিনিও বলিউডের একজন প্রযোজক। সূত্র টাইমস অব ইন্ডিয় সিদ্ধার্থ নাগর গণমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, আপনারা সত্যটিই শুনেছেন। আমাদের জামাইবাবু মারা গিয়েছেন। আমার বোন অর্পিতা পাণ্ডে ও আমাদের পরিবার এ ঘটনায় স্তব্ধ। ইতিমধ্যে নীতেশের বাবা লাতপুরীতে রওনা দিয়েছেন। সেখানে তাঁর দুপুরের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। এ ঘটনায় আমরা একেবারেই ভেঙে পরেছি। এমন দুঃখজনক ঘটনার পর আমার বোনের সঙ্গেও কথা বলতে পারছি না। আমরাও লাতপুরী যাচ্ছি। এখন ট্রেনে আছি। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

আরও পড়ুন:সড়ক দুর্ঘটনায় ভারতের টিভি অভিনেত্রী প্রাণ গেল
জানা গেছে, নাসিকের পাশে লাতপুরী, সেখানেই শুটিংয়ে গিয়েছিলেন এই অভিনেতা। তবে নাটক নাকি সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন, সেটা জানা যায়নি। নীতেশের অভিনয় ক্যারিয়ার প্রায় দুই দশকের।তিনি ‘ওম শান্তি ওম’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচিত হন। সিনেমায় তাঁর চরিত্রের নাম ছিল আনোয়ার।দীর্ঘ ক্যারিয়ারে তিনি ‘দাবাং-২ ’, ‘খোসালা কা ঘোসালা’সহ অনেক সিনেমার কাজ করেছেন। এ ছাড়া টেলিভিশন পর্দায়ও তিনি নিয়মিত কাজ করতেন। ‘ড্রিম ক্যাসেল প্রোডাকশন’ নামের একটি স্বাধীন প্রোডাকশন হাউসও চালাতেন নীতেশ পাণ্ডে।সর্বশেষ তাঁকে ‘ইন্ডিয়ালি মা’ ও ‘অনুপমা’ নামের দুটি ধারাবাহিক নাটকে দেখা গেছে। ১৯৯০ সাল থেকে থিয়েটার জগতের সঙ্গে যুক্ত নীতেশ পাণ্ডে।আইএমডিবির তথ্যমতে, ২০০২ সালে এই অভিনেতা ‘ছায়া’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে পা রাখেন। তাঁর জন্ম ১৯৭৩ সালের ১৭ জানুয়ারি। উত্তরাখন্ডের আলমোড়া কুমায়ুনের বাসিন্দা ছিলেন নীতেশ। ‘জুস্তজু’ টেলিভিশন শোতে অভিনেত্রী অর্পিতা পাণ্ডের সঙ্গে কাজ করতেন তিনি। এরপরই অর্পিতা পাণ্ডেকে ২০০৩ সালে বিয়ে করেন। নীতেশের প্রথম স্ত্রীর নাম অশ্বিনী কালসেকার।

শেয়ার করুন

আরো খবর