বুধবার, ৩১ মে ২০২৩, ১০:১০ অপরাহ্ন

ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আমরাই আমাদের ছোট করছি: অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০২৩
  • ২৩

এক সাক্ষাৎকারে অপুকে প্রশ্ন করা হয়, বর্তমানে ঢালিউড ইন্ডাস্ট্রির শিল্পীদের প্রেক্ষাপট প্রসঙ্গে। বিভিন্ন ফিল্ম সংশ্লিষ্ট এবং ফিল্মের বাইরে যারা রয়েছেন, তারা প্রায় সবাই মনে করেন ঢালিউডে শিল্পী সংখ্যা কম এবং নতুন শিল্পীও এ ইন্ডাস্ট্রিতে তেমন আসছে না।এ প্রসঙ্গে অপু সহমত প্রকাশ করে বলেন, হ্যাঁ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিল্পী সংখ্যা কম এবং নতুন শিল্পীও এ ইন্ডাস্ট্রিতে তেমন আসছে না।তবে এ বিষয়ে তিনি আরও একটি পয়েন্ট যোগ করে বলেন, যারা রয়েছে তাদেরকেও ঠিকমতো সম্মান করা হচ্ছে না।

আরও পড়ুন:ধীরে চলায় ‘ট্রেন বড় দুর্ঘটনা ঘটেনি’

এ ছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আমরাই আমাদের সব সময় ছোট করার চেষ্টায় থাকি।এ বিষয়ে অপু আরও বলেন, একজন শিল্পী যখন আরেকজন শিল্পীর ক্যারিয়ার ধ্বংসের জন্য উঠেপড়ে লাগে তখন ঢালিউড শিল্পীদের প্রেক্ষাপটের বিষয়টি আরও সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। তা ছাড়া যারা আমাদের গড়েছেন তারাই আবার ক্যারিয়ার নষ্ট করেছেন। আর এ কারণেই বড় একটি শূন্যতা কাজ করছে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

আরও পড়ুন:বাস্তব গল্প আশ্রয়ণ প্রকল্পে পাওয়া নিয়ে নাটক

শেয়ার করুন

আরো খবর