জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। বলিউডের পর তিনি জয় করেছেন টালিউডও। কাজ করেছেন ঢাকাই ছবিতেও। এবার দীর্ঘদিন পর ফের বাংলাদেশের সিনেমায় দেখা যাবে কিংবদন্তি এ অভিনেতাকে। ‘হিরো’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। এর গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সিনেমার বিষয়ে কথা বলতে কলকাতায় অবস্থান করছেন কামরুজ্জামান রোমান। তিনি বলেন, মিঠুন দাদার সঙ্গে কাজের ব্যাপারে আমাদের চূড়ান্ত মিটিং হয়েছে। তিনি সিনেমাটির গল্প পছন্দ করেছেন। শিগগিরই আমরা তাকে চুক্তিবদ্ধ করবো।
তিনি কাজ করবেন এটি শতভাগ নিশ্চিত। আগামী অক্টোবর অথবা নভেম্বরে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। বাকি শিল্পীদের চূড়ান্ত করে শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানাবো। আব্দুল্লাহ জহির বাবু বলেন, আমার লেখক জীবনের দারুণ একটা উল্লেখযোগ্য দিন আজ (গতকাল)। উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ও চলচ্চিত্র নায়ক মিঠুন চক্রবর্তী আমার লেখা ‘হিরো’ সিনেমার ন্যারেশন শুনে বললেন- ব্রিলিয়ান্ট, দারুণ! এই সিনেমা আমি করবো। এইচ.কে.এস ফিল্মসের ব্যানারে সিনেমাটি নির্মাণ হবে। উল্লেখ্য, এর আগে ১৯৮৭ সালে শক্তি সামন্ত পরিচালিত ‘অবিচার’ শিরোনামের যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অভিনয় করেন মিঠুন। এরপর ২০১০ সালে ‘গোলাপি এখন বিলেতে’ ছবিতে অভিনয় করেন তিনি।
আরও পড়ুন:জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী