মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৩৩ অপরাহ্ন

বছর শেষে সরকারি স্বীকৃতি পেয়ে খুশি মেহজাবীন

অনলাইন রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৭০

বিগত বছরগুলোর মতো এবারও সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা ট্যাক্স কার্ড পাচ্ছেন। এদের মধ্যে ছয়জন তারকা ২০২১-২২ করবর্ষে অভিনেতা-অভিনেত্রী ও শিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেয়েছেন।

 

আরও পড়ুনঃক্ষমা চাইলেন কিংবদন্তি গায়ক বব ডিলান

অভিনেত্রী মেহজাবীনসহ তিনজন সেরা করদাতা হয়েছেন এবার। এটাকে বছরের শেষ প্রাপ্তি হিসেবে উল্লেখ করে ফেসবুকে এরকটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী।

সেখানে সরকারিভাবে প্রদান করা ক্রেস্ট-এর ছবি ধরে রয়েছেন।সেরা করদাতার কারণেই মেহজাবীনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়েছে সরকারি তরফে। ছবিতেও দেখা গেল এই স্বীকৃতি পেয়ে বেশ খুশি অভিনেত্রী।

গত ১৮ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক গেজেট প্রজ্ঞাপনে ২০২১-২২ করবর্ষে ব্যক্তি পর্যায়ে দেশের শীর্ষ করদাতাদের নাম প্রকাশ করেছে।

যেখানে অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেলেন মেহজাবীন চৌধুরী, মাহফুজ আহমেদ ও পীযূষ বন্দ্যোপাধ্যায়।

 

আরও পড়ুনঃআত্মহত্যা নাকি খুন, সুশান্তর মৃত্যু নিয়ে জানা গেল নতুন তথ্য

শেয়ার করুন

আরো খবর