বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক প্রৌঢ় ও এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পুরুষ ব্যক্তি ও দুপুর সোয়া দুইটায় ২৬ বছরের তরুণীর মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা উপসর্গ নিয়ে ওই ব্যক্তি গত ২২ এপ্রিল হাসপাতালের আইসোলেশন (অবজারবভেশন) ওয়ার্ডে ভর্তি হন। নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হলে তাকে করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার বেলা ১১টা ৫০মিনিটে তার মৃত্যু হয়। মৃতের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী এলাকায়।
অপরদিকে পটুয়াখালী সদর উপজেলার হাজিখালি এলাকার বাসিন্দা ওই তরুণী বুধবার হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন। বৃহস্পতিবার দুপুর ২টা ২০মিনিটে তার মৃত্যু হয়। তবে তার দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়নি।
পরিচালক বলেন, বুধবার ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছিলো, বৃহস্পতিবার তার রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।