বুধবার, ৩১ মে ২০২৩, ১০:১৫ অপরাহ্ন

বলিউড অভিনেতার মারাদেহ বাথরুম থেকে উদ্ধার হলো

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৮
অভিনেতা, মডেল এবং কাস্টিং কো-অর্ডিনেটর আদিত্য সিং রাজপুতকে আন্ধেরিতে তার বাড়ির বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত হিসেবে ঘোষণা করে চিকিৎসকরা। ২২ মে বিকেলে উদ্ধার করা হয় অভিনেতার দেহ।আদিত্য সিং রাজপুত মুম্বাইয়ের একজন জনপ্রিয় অভিনেতা, মডেল এবং কাস্টিং কো-অর্ডিনেটর ছিলেন।আন্ধেরির ১১ তলার যে হাইরাইজে তিনি থাকতেন তারই বাথরুম থেকে উদ্ধার হয়েছে তার দেহ। এক বন্ধু তাকে ওই অবস্থায় দেখতে পায় এবং সেই বিল্ডিংয়ের প্রহরীদের সাহায্য নিয়ে আদিত্যকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়ে দেন তিনি মৃত। সূত্র মতে, ড্রাগসের ওভারডোজের কারণেই খুব সম্ভবত মৃত্যু হয়েছে অভিনেতার।

আরো পড়ুন:স্মার্ট ভূমি সেবার মাধ্যমে হয়রানি ছাড়া ঘরে বসে সেবা পাবেন জমির মালিক

আদিত্য সিং রাজপুত একজন মডেল এবং অভিনেতা হিসেবে কাজ শুরু করেছিলেন।তার হাত ধরে বহু নতুন মুখ এসেছে বলিউড ইন্ডাস্ট্রিতে। একাধিক অভিনেতার সঙ্গে বহু ব্র্যান্ডের হয়েও কাজ করেছেন। তার মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ‘ক্রান্তিবীর’ এবং ‘ম্যায় গান্ধী কো নহি মারা’র মতো চলচ্চিত্রে কাজও করেছেন।৩০০টির বেশি বিজ্ঞাপনের অংশ হয়েছেন। স্প্লিটসভিলা ৯-এর মাধ্যমেও তুমুল জনপ্রিয়তা পান তিনি। লাভ, আশিকি, কোড রেড, আওয়াজ সিজন ৯, ব্যাড বয় সিজন ৪-এর মতো টিভি প্রজেক্টের অংশও ছিলেন তিনি।

আরো পড়ুন:এমবাপ্পের জোড়া গোলে করে অক্সকে হারিয়ে স্বস্তিতে পিএসজির

শেয়ার করুন

আরো খবর