আদিত্য সিং রাজপুত একজন মডেল এবং অভিনেতা হিসেবে কাজ শুরু করেছিলেন।তার হাত ধরে বহু নতুন মুখ এসেছে বলিউড ইন্ডাস্ট্রিতে। একাধিক অভিনেতার সঙ্গে বহু ব্র্যান্ডের হয়েও কাজ করেছেন। তার মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ‘ক্রান্তিবীর’ এবং ‘ম্যায় গান্ধী কো নহি মারা’র মতো চলচ্চিত্রে কাজও করেছেন।৩০০টির বেশি বিজ্ঞাপনের অংশ হয়েছেন। স্প্লিটসভিলা ৯-এর মাধ্যমেও তুমুল জনপ্রিয়তা পান তিনি। লাভ, আশিকি, কোড রেড, আওয়াজ সিজন ৯, ব্যাড বয় সিজন ৪-এর মতো টিভি প্রজেক্টের অংশও ছিলেন তিনি।
আরো পড়ুন:এমবাপ্পের জোড়া গোলে করে অক্সকে হারিয়ে স্বস্তিতে পিএসজির