রবিবার, ২৮ মে ২০২৩, ১০:১৫ অপরাহ্ন

বলিউড বাদশা শাহরুখ খান ক্যানসার আক্রান্ত নারীর ‘শেষ ইচ্ছা’ পূরণ করলেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৬

আবারও ভক্তদের মন জয় করে নিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। আসন্ন সিনেমাগুলোর শুটিংয়ে তিনি মহাব্যস্ত। এত ব্যস্ততার মধ্যেও তিনি পূরণ করলেন ক্যানসার আক্রান্ত ৬০ বছর বয়সী নারীর ইচ্ছা। কয়েক দিন আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে শিবানী চক্রবর্তী নামের এই বৃদ্ধ জানিয়েছিলেন, তাঁর জীবনের শেষ ইচ্ছা খুব কাছ থেকে শাহরুখ খানকে দেখা।কলকাতার এই নারীর শেষ ইচ্ছার কথা পৌঁছে যায় শাহরুখ খানের কানে। কাজের ফাঁকে সময় বের করে শাহরুখ ভিডিও কল করে বসেন সেই নারীকে। শিবানী চক্রবর্তী হয়তো কখনো কল্পনা করেননি শাহরুখ নিজে তাঁকে কল করবেন। তাঁর কোনো ভক্ত হয়তো ভাবতে পারেননি শাহরুখ এমন একটা কাজ করবেন।

আরও পড়ুন:প্রয়াত টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা নীতেশ মৃত্যুবরন করেছেন

টাইমস অব ইন্ডিয়ার সূত্রে জানা গেছে, শিবানী চক্রবর্তীর সঙ্গে ‘মান্নাত’–এ বসে ভিডিও কলে প্রায় ৪০ মিনিট কথা বলেন শাহরুখ। এ সময় শিগগিরই কলকাতায় এসে তার সঙ্গে দেখা করবেন বলেও কথা দেন শাহরুখ। শিবানীর মেয়ের বিয়েতে উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। শুধু তা–ই নয়, শিবানীর হাতের রান্না করা মাছের ঝোল খাওয়ার ইচ্ছার কথা জানান শাহরুখ।মাঝেমধ্যে কলকাতায় আসেন শাহরুখ। বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও আইপিএল চলাকালে কলকাতায় দেখা যায় তাঁকে। এ ছাড়া এর আগেও কলকাতা এবং কলকাতার বাঙালি খাবার তাঁর পছন্দের বলে জানান তিনি। তাই শিবানী নিজ হাতে রেঁধে শাহরুখকে বাঙালি খাবার খাওয়াতে চেয়েছেন। সেই আশা হয়তো খুব দ্রুত পূরণ হতে চলেছে। কেননা বলিউড বাদশা যে তাঁকে কথা দিয়েছেন।কিছুদিন আগে এই অসুস্থ শরীর নিয়ে হলে গিয়ে দেখেছিলেন শাহরুখের ‘পাঠান’। তাঁর রুমের চারপাশের দেয়ালে টাঙানো রয়েছে শাহরুখ খানের একাধিক পোস্টার। এতেই বোঝা যায়, এই নারী শাহরুখের কত বড় ভক্ত। এমন পাগল ভক্তের জন্য তো এটুকু করতেই পারেন অভিনেতা।

আরও পড়ুন:বাংলাদেশি ক্রিকেটাররা ছাড়পত্র পেতে পারেন এলপিএলে

শেয়ার করুন

আরো খবর