বুধবার, ২২ মার্চ ২০২৩, ১২:২৭ পূর্বাহ্ন

বাকি জীবনটা হয়তো এভাবেই খুঁজতে হবে: চঞ্চল চৌধুরী

অনলাইন রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৬৫

টানা দুই সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী। বাবার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন চঞ্চল। বাবার শূন্যতা কোনওভাবেই মানতে পারছেন না তিনি। গত দুদিন কিছুই বলেননি। সমস্ত দুঃখ চেপে সেরেছেন বাবার শেষকৃত্য।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে তোলা ছবি শেয়ার করে চঞ্চল লিখেছেন, ‘গতকাল (২৮ ডিসেম্বর) নিজগ্রাম কামারহাটের পদ্মাপাড়েই তার শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে বাবা মিশে গেলো এই গ্রামেরই আলো বাতাসে, পদ্মার জলে। সন্ধ্যায় ধর্মীয় আচার শেষে যখন নদীর পাড় থেকে বাড়ি ফিরলাম, তখন ভুলেই গিয়েছিলাম যে, বাবাকেই তো নদীর পাড়ে রেখে এসেছি।’

নির্ঘুম রাতের কথা জানিয়ে চঞ্চল বলেন, ‘সারা রাত দুই চোখের পাতা এক করতে পারিনি। সারা বাড়িময়, ঘরময় যেন বাবা গুটি-গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে। এই বুঝি কখন আমায় ডাক দিয়ে বলবে, ‘চঞ্চল…বাবা ঘুমাইছো?’ বাবার কোনও কথা আর কোনও দিন কানে বাজবে না, বাবাকে দেখতে পাবো না, এগুলো কোনওভাবেই মেনে নিতে পারছি না।’

শোক-বিষাদের এই সময়ে যারা সমবেদনা জানিয়েছেন, শেষকৃত্য অব্দি পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অভিনেতা চঞ্চল।

 

আরও পড়ুনঃকলেজের মাঠ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

শেয়ার করুন

আরো খবর