তাদের উদ্ধার করে থানচি হাসপাতালে আনা হয়। আহত দুলালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আবদুল্লাহ আল নোমান জানান, দুপুর সোয়া ১২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানরা রক্তাক্ত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক পরীক্ষায় এদের একজনকে মৃত পাওয়া যায়।রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিমকে সেখানে পাঠানো হয়েছে।
আরো পড়ুন:মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে নাটোর থানায় মামলা