দেশে আগামী দুই দিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। রাজশাহী, খুলনা ও যশোর জেলাসমূহের ওপর দিযে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। একই সাথে এসব জায়গায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আজ সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বভাসে আরো জানানো হয়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়ার সাথে বিজলি চমকানোসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আগামী দুই দিন আবহাওযার সামান্য পরিবর্তন হতে পারে। তবে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে।আজ সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুঁলিয়ায় ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।পূর্বভাসে আরো জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।
আরো পড়ুন :রেলপথে যুক্ত হচ্ছে ৩ পার্বত্য জেলা