শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের দিন মজুর মোঃ জাইদুল ইসলাম ও তার স্ত্রী গৃহিণী বন্যা বেগমে দম্পতির ছেলে মোঃ বায়জিদ (২) হাসানের হার্টে ছিদ্র ধরা পরে । এখন সে ঢাকা হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসারত আছে ৷
বায়জিদের পিতা( ভ্যান চালক) জাইদুল জানান, সে গত ৬ মাস থেকে ঠিকমতো হাটতে পারেনা,অল্প হাটলেই হাপিয়ে যাওয়া,খাওয়াতে অরুচি লক্ষনগুলো দেখা দিলে ৷ স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা গ্রহণ করে কোনো পরিবর্তন না দেখাই ,আমরা তার উন্নত চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে রেফার্ড করেন ৷
তিনি অরো জানান,বায়জিদ কয়েক মাস যাবৎ জাতীয় হৃদরোগ ইন্সিটিটিউট ও হাসপাতালের চিকিৎসকদের তত্তাবধানে চিকিৎসাধীন আছে। তার হার্টে ছিদ্র সহ হৃদপিন্ডে নানা রকম জটিল রোগে ভুগছে। জরুরী ভিত্তিতে অপারেশন জরুরী হয়ে পড়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে চিকিৎসার ফলে তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। বর্তমানে চিকিৎসার ব্যয়ভার বহন করা তাদের পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা পেলে শিশু বায়জিদকে অপারেশন করে বাঁচানো সম্ভব। অপারেশন করার জন্য প্রায় ২-৩ লক্ষ টাকা প্রয়োজন। মানবিক কারনে তার চিকিৎসার জন্য সহৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করছে তার পরিবার। আপনাদের ক্ষুদ্র ত্যাগ ও সহানুভূতি পারে দিশেহারা পরিবারের ফুটফুটে সন্তান রায়হানকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে। সহৃদয়বান ব্যক্তিদের সামর্থনুযায়ী সাহায্যের হাত প্রসারিত করলে বাঁচবে শিশু বায়জিদের প্রাণ।
এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুছ বলেন, আমি আপনার মাধ্যমে শুনলাম শিশু বায়েজিদের চিকিৎসা হচ্ছে না। বিষয়টি শুনে খুব খারাপ লাগল। আমি তার প্রয়োজনীয় কাগজ পেলে তাকে সরকারি সাহায্য দিতে পারবো ৷
শিশু বায়জিদের পরিবারের সাথে যোগাযোগ ও অর্থ সহায়তা পাঠানোর ঠিকানা- মোঃ জাইদুল ( রোগীর পিতা) ও কামরুল ( চাচা) যৌথ হিসাব নং : ০২০০০১৯৭০৪২৭৩ (অগ্রণী ব্যাংক ,শ্রীবরদী শাখা,শেরপুর জেলা ৷আসাদুল ইসলাম ( রোগীর চাচা ) ০১৯৯৬৬৬০২২৩( বিকাশ,নগদ,রকেট) ৷