শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫ পূর্বাহ্ন
চুমুকাণ্ড

বিগ বস থেকে আকাঙ্ক্ষাকে বহিষ্কার

অনলাইন রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৬৮

গেল ১৭ জুন থেকে শুরু হয়েছে রিয়েলিটি শো ‘বিগ বস’ ওটিটির দ্বিতীয় সিজন। এটি সঞ্চালনা করছেন বলিউড ভাইজান সালমান খান। ইতোমধ্যে জমে উঠেছে শো-টি। তবে গেল সপ্তাহের ঘটে যাওয়া চুমুকাণ্ডে রীতিমতো চর্চায় রয়েছে এই রিয়েলিটি শো। এ ঘটনার জেরে রোববার (২ জুলাই) বিগ বস থেকে বহিষ্কার করা হয়েছে আকাঙ্ক্ষা পুরিকে।কয়েক দিন আগে বিগ বসের সেটে লাইভ ক্যামেরায় ৩০ সেকেন্ড চুমু খেয়ে ব্যাপক আলোচনায় উঠে আসেন দুবাইয়ের মডেল জাদ হাদিদ এবং ভারতীয় মডেল-অভিনেত্রী আকাঙ্ক্ষা।

আরো পড়ুন: বাংলাদেশের প্রতি সাতজনে একজন বাস্তুচ্যুত হতে পারে

তবে এ আলোচনায় ভাটা পড়ার আগেই বিগ বস থেকে এই অভিনেত্রীকে বহিষ্কার করলেন স্বয়ং সালমান।জানা গেছে, চলতি সপ্তাহে অভিষেক হয় মালহান, জিয়া শঙ্কর এবং আকাঙ্ক্ষা পুরির। এই তিনজনের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হয় বিগ বসের বাড়ি থেকে বহিষ্কার করার জন্য। আকাঙ্ক্ষাকে চুমু কাণ্ডের জন্য বহিষ্কার করা হয়েছে।তবে এই চুমু কাণ্ডের মূলে রয়েছেন জাদ হাদিদ। ১৬ নাম্বার এপিসোডে জাদ হাদিদের জন্য কড়া শাস্তি ঘোষণা করেন সালমান। আগামী সপ্তাহে তার নামও থাকবে নমিনেশনে।এই এপিসোডে জাদকে রীতিমতো তুলোধনা করেন সালমান খান। গত সপ্তাহে জান দুটো কাণ্ড ঘটিয়েছেন, এতে ভীষণ বিরক্ত হয়েছেন বলিউডের এই ভাইজান।

আরো  পড়ুন: এক দিনের সফরে ঢাকা পৌঁছেছেন মিলিয়ানো মার্টিনেজ

শেয়ার করুন

আরো খবর