অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকারের ভর্তুকি ব্যবস্থাপনার বিষয়ে এখনো নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। মূল্যস্ফীতি ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
বুধবার (২৭ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে পণ্যের দাম বেড়েছে এবং তার প্রভাব বাংলাদেশও পড়েছে। বিশ্ব অর্থনীতিতে যদি কোনো বিঘ্ন ঘটে, তা আমরা এড়াতে পারি না। আমাদের ভাগ করে নিতে হবে। এখন পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই। এ মুহূর্তে বিশ্বের জন্য বড় বাধা হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।
আগামী অর্থবছরের বাজেট ঘাটতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনে বলেন, বাজেট ঘাটতি আর্থিক লক্ষ্যমাত্রার মধ্যেই থাকবে। বাংলাদেশ বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে একীভূত হলেও মহান আল্লাহর রহমতে দেশটি এখনো ভালো অবস্থায় রয়েছে। আশা করি, যুদ্ধের অবসান ঘটবে। আমরা এমন আশা নিয়ে এগিয়ে যাব এবং এভাবে আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করব।
আরও পড়ুন : পাকিস্তানের প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তুতি