রাজধানীর দক্ষিণখানে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. আলাউদ্দিন (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আলাউদ্দিন নওগাঁ জেলার সাপাহার থানার কলমা ডাঙ্গা গ্রামের মো. মাহবুব হোসেনের ছেলে। বর্তমানে ওই ভবনে থেকে কাজ করতেন।
আজ বুধবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে দক্ষিণখানের ফরিদাবাদ চৌরাস্তা উত্তরা হাউজ বিল্ডিং রোড-৪ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিনের সহকর্মী শহিদুল ইসলাম জানান, বিকেল তিনটার দিকে ফরিদাবাদ চৌরাস্তা উত্তরা হাউজ বিল্ডিং এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলায় মাচানবেঁধে দেয়ালে প্লাস্টারের কাজ করার সময় নিচে পড়ে যান আলাউদ্দিন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
আরও পড়ুন : তেলের চাহিদা মহামারির আগের অবস্থানকে ছাড়িয়ে যাবে