মৌলভীবাজারের কমলগঞ্জে চোরাই পথে আনা ২৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই বস্তায় ১ হাজার ১৫০ কেজি চিনি ছিল। মঙ্গলবার রাতে উপজেলার পতনউষার এলাকায় অভিযান চালিয়ে এ চিনি জব্দ করা হয়।অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাই পথে চিনি আনা দুজন পালিয়ে যায়।
আরও পড়ুন:শেরপুরে বজ্রপাতে নববধূর মৃত্যু
একটি চক্র ভারত থেকে চোরাই পথে কম দামে চিনি আনে। ওই চিনি দেশীয় কোম্পানির চিনির বস্তায় ভর্তি করে চক্রটি। পরে তা দেশীয় কোম্পানির চিনি হিসেবে বেশি দামে বিক্রি করা হয়।কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য আনার দায়ে দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আরও পড়ুন:দেশে লিফট উৎপাদনে বাড়বে বিনিয়োগ