দিনের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১০৪ রানের বড় ব্যবধানে জয়ের সঙ্গে রানরেটের পাগলাঘোড়া উর্ধ্বে ছুটিয়েছিল দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট কম হলেও রান রেট ৫.২০০। দিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে পেয়ে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলাই শুধু নয়, রানরেটটাও বাড়িয়ে নিয়েছে ভারত।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসকে ৫৬ রানের ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মারা। প্রথমে ব্যাট করতে নেমে নেমে ভারত সংগ্রহ করেছিল ১৭৯ রান। জবাব দিতে নেমে ৯ উইকেটে ১২৩ রানে থেমে যেতে হয়েছে ডাচদের।
এই জয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। তাদের রানরেট ১.৪২৫। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট ৫.২০০। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ।
আরো পড়ুন: শনিবার মধ্যরাত থেকে সংসদ ভবন এলাকায় ডিএমপির নিষেধাজ্ঞা