বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:১৬ অপরাহ্ন

ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চালক নিহত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৩৪
ময়মনসিংহের ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে মো. ইমরান হোসেন (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। উপজেলা হরিববাড়ি ইউনিয়নের আমতলী এলাকায় ঢাকা-ময়মনসিংহর মহাসড়কের আজ বৃহস্পতিবার (০৪ মে) সকালে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইমরান হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার হালিরটেক গ্রামের আব্দুল মতিনের ছেলে।

আরো পড়ুন: দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান

হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নারায়ণগঞ্জগামী ওই পিকআপটি ঘটনাস্থলে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পিকআপটি মহাসড়কের ওপর উল্টে গেলে চালক মো. ইমরান হোসেন নিহত হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস নিহতের লাশ উদ্ধার করে। ভরাডোবা হাইওয়ে থানার (ইনচার্জ) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

আরো খবর