বিশ্বব্যাপী ধারাবাহিক ভূমিকম্প শুরু হয়েছে। সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার প্রায় ৫০ হাজারের বেশি মানুষ মারা হেছে। এরপর থেকে প্রায় বিভিন্ন দেশে দেশে ভূমিকম্পের খবর গণমাধ্যমকে প্রকাশিত হচ্ছে।এবাল নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় কেরমাদিক আইল্যান্ডসে আজ বৃহস্পতিবার ভোরে ৭.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে। এতে ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো বিবরণ পাওয়া যায়নি। ভূমিকম্পের পর পরই সুনামির সতর্কবার্তা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে।ইউএসজিএস জানিয়েছে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল। স্থানীয় সময় ভোর রাত ২টায় ভূমিকম্পটি আঘাত হানে।
আরও পড়ুন:ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে সউদী
কর্মকর্তারা জানান, প্রথমে ওই এলাকার জন্য সুনামির হুঁশিয়ারি দেয়া হয়েছিল। ওই সময় বলা হয়েছিল, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা ফিলিপাইনের জন্য সুনামির কোনো আশঙ্কা নেই। তবে কিছু সময় পরে ওই সতর্কবার্তা পুরোপুরি প্রত্যাহার করে নেয়া হয়।
আরও পড়ুন:রোজায় কালোবাজারিদের বিষয়ে সতর্ক হতে বললেন প্রধানমন্ত্রী