বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:৫০ অপরাহ্ন

ভেজাল মসলা তৈরি করা হচ্ছিল ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে:আটক ১০

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২২

ক্ষতিকর রং ও রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মসলা তৈরি-বিক্রির অভিযোগে ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চাক্তাইয়ের একটি ‘মিলে’ অভিযান চালিয়ে এই ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করে র‍্যাব-৭।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন (৪০), মোহাম্মদ শরীফ হোসেন (৪০), মোহাম্মদ আলাউদ্দিন (৩৬), মোহাম্মদ জিলানী (২০), মোহাম্মদ সুজন (১৯), মোহাম্মদ সাইদুল (২০), আবদুল কাদের (৩৮), মোহাম্মদ সজল (৪৩), মোহাম্মদ দেলোয়ার হোসেন (৪৮) ও মোহাম্মদ কামরুল হাসান (২৫)।

আরও পড়ুন:মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক ৪৩

তাঁদের মধ্যে জসিম উদ্দিন মিলটির মালিক। র‍্যাব-৭-এর চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার আজ বুধবার প্রথম আলোকে বলেন, ক্ষতিকর রং ও রাসায়নিক পদার্থ মেশানো প্রায় ৬০০ কেজি ভেজাল হলুদ, মরিচ ও ধনিয়াগুঁড়া জব্দ করা হয়েছে। এ ছাড়া ১২ কেজি ক্ষতিকর রং ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে।র‍্যাব কর্মকর্তা নুরুল আবসার আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে এই অপকর্ম করে আসছিলেন বলে স্বীকার করেছেন।তাঁরা বিভিন্ন ধরনের মসলার সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক পদার্থ মেশানোর পর তা (ভেজাল মসলা) চট্টগ্রাম জেলাসহ আশপাশের এলাকায় বিক্রয় করতেন।র‍্যাব জানায়, এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা হয়েছে। ১০ ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন:ভারতের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ করলে দেশ সামনে এগোতে পারবে না: সেতুমন্ত্রী

শেয়ার করুন

আরো খবর