ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়িকা মাহিয়া মাহীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে শনিবার সকালে গ্রেপ্তার হওয়ার পর তাকে আদালতের মাধ্যমে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। তবে পুলিশ এদিন কোন রিমান্ড আবেদন করেনি। মাহি প্রায় ৯মাসের প্যাগনেন্ট বলে জানা গেছে।গাজীপুর মহানগর পুলিশ উপকশিশনার মো. ইব্রাহিম খান জানান, সৌদি আরব থেকে ওমরা হজ¦ শেষে দেশে ফেরার পর ডিজিটাল নিরাপত্তা আইনে শনিবার বেলা পৌণে ১২টার দিকে বিমানবন্দর থেকে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তবে একই সঙ্গে তার স্বামী রাকিব সরকার ওমরা করতে গেলেও শনিবার মাহির সঙ্গে দেশে ফেরননি।গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. আহসানুল হক জানান, দুপুর দেড়টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, মাহি প্রায় ৯মাসের প্যাগনেন্ট।
আরও পড়ুন:সুনির্দিষ্ট অভিযোগে মাহি গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী
গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ারুল করিম জানান, দুপুর ১টা ৫০মিনিটের দিকে মাহিকে আদালত থেকে জেলা কারাগারে আনা হয়। তাকে এ কারাগারের মহিলা কক্ষে রাখা হয়েছে।মাহি ও রকিবের বিরুদ্ধে শুক্রবার গাজীপুর বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন থানার এসআই মোহাম্মদ রোকন মিয়া। মামলায় মাহি ও রাকিবের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় মিথ্যা, বানোয়াট, মানহানিকর তথ্য প্রচার করে আইনশ্ঙ্খৃলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগ আনা হয়েছে।সেই মামলায় মাহিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার ইব্রাহিম।এছাড়া জমি দখল করে চাঁদাদাবি, ভাংচুর ও মারধরের অভিযোগে ইসমাইল হোসেন নামের স্থানীয় এক ব্যবসায়ি বাসন থানায় আরো এক মামলা দায়ের করেন। যাতে মাহি ও তার স্বামীসহ ২৮জনকে আসামি করা হয়েছে। এ মামলায় মাহি ও তার স্বামীকে হুকুমের আসামি করা হয়েছে।
আরও পড়ুন:আমেরিকার এমআইটিতে ডাক পড়েছে নাফিসের