শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:২৭ পূর্বাহ্ন

‘পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মিডিয়ায় ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে’

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৮৫
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ভুলভাবে উদ্ধৃত করে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছে মন্ত্রণালয়

বুধবার (২৬ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, বুধবার কিছু মিডিয়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ভুলভাবে উদ্ধৃত করে অসত্য সংবাদ ও টিভি স্ক্রল প্রচার করেছে- যা অত্যন্ত দুঃখজনক। মন্ত্রী বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘জাতিসংঘের আঙ্গিনায় শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন। এরপর কিছু মিডিয়া ও টেলিভিশন চ্যানেল পররাষ্ট্রমন্ত্রীকে ভুলভাবে উদ্ধৃত করে সংবাদ প্রচার করে।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের সুযোগ কাজ লাগাতে হবে : বাণিজ্যমন্ত্রী

শেয়ার করুন

আরো খবর