সিলেটের জৈন্তাপুরে বসতঘরে দগ্ধ হয়ে জাহানারা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
পারিবারিক কলহের জের ধরে রোববার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার কেন্দ্রী গ্রামে বসতঘরে দগ্ধ নারী সোমবার (১১ এপ্রিল) দুপুরে ঢাকায় নেওয়ার পথে মারা যান।
নিহত জাহানারা আক্তার কেন্দ্রী গ্রামের সাব্বির আহমদের স্ত্রী। ঘটনার পর নিহতের স্বামী সাব্বির আহমদ ও ভাসুর জুবায়ের আহমদকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, বসতঘরে গৃহবধূর গায়ে আগুন লাগে। এ ঘটনায় বাড়ির লোকজনের ভূমিকা ছিল রহস্যজনক। নারীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে জাহানারাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের স্বামী ও ভাসুরকে আটক করে। তাদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি বলেন, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের বাবা জাহের মিয়ার অভিযোগ, পারিবারিক কলহের জেরে তার মেয়েকে ঘরের ভেতরে আটকে পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে।
আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় যুবক নিহত