মেক্সিকোতে দুর্বৃত্তের গুলিতে গত মঙ্গলবার এক সাংবাদিক নিহত হয়েছেন। তাঁর নাম মার্কো অরেলিও রামিরেজ (৬৯)। কর্তৃপক্ষ জানিয়েছে, রামিরেজ তেহুয়াকান শহরে তাঁর নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় প্রকাশ্যে হামলার শিকার হন। তিনি কয়েক দশক ধরে বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন
এ ঘটনার তদন্ত চলছে। সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) মেক্সিকো শাখার পক্ষ থেকে জানিয়েছে, রামিরেজ সন্দেহভাজন কয়েকজন অপরাধীকে ধরতে অবদান রেখেছিলেন। আরএসএফ এ ঘটনায় সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের আহবান জানিয়ে বলেছে, ‘হত্যাকাণ্ডটির সঙ্গে রামিরেজের স্থানীয় মিউনিসিপ্যালের কর্মকর্তা হিসেবে তাঁর কাজের কিংবা সাংবাদিকতার অনুশীলনের সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে। আরএসএফের মতে, ২০০০ সাল থেকে মেক্সিকোতে ১৫০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন।