মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পর সিলেট ও ঢাকাগামী চারটি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এসব ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনের ওপর গাছ ভেঙে পড়লে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি গাছের সঙ্গে ধাক্কা খায়।এ সময় ইঞ্জিনের পাশে থাকা খাবার বগি ও আরেকটি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল এখনো বন্ধ আছে।
আরও পড়ুন:রাজবাড়ীতে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ
কুলাউড়া জংশন রেলস্টেশনের সহকারী মাস্টার রোমান আহমদ বিষয়টি নিশ্চিত করেন। শনিবার দুপুরে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেট ও ঢাকাগামী আন্তনগর কালনী এবং সিলেট ও ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। সকাল থেকে স্টেশনের কাউন্টার থেকে এসব ট্রেনের যাত্রীরা টিকিট জমা দিয়ে টাকা ফেরত নিচ্ছেন। রোমান আহমদ আরও বলেন, চারটি ট্রেনের যাত্রা বাতিল হলেও সিলেট ও ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে চলবে। এর মধ্যে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন বিকেল ৫টা ৫৮ মিনিটে শ্রীমঙ্গল স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।কুলাউড়া জংশন রেলস্টেশন সূত্র জানায়, দুর্ঘটনাস্থলে কুলাউড়া থেকে যাওয়া একটি ‘টুল ভ্যান’ ও আখাউড়া থেকে আসা ‘রিলিফ ট্রেন’ উদ্ধারকাজ চালাচ্ছে। এ ছাড়া ঢাকা থেকে আরেকটি ‘রিলিফ ট্রেন’ উদ্ধারকাজে যাচ্ছে। কখন নাগাদ উদ্ধারকাজ শেষ হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।