মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১২:২২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের সুযোগ কাজ লাগাতে হবে : বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২০৯
ছবি : সংগৃহীত

‘মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় বাণিজ্যিক এবং উন্নয়ন সহযোগী। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে, এ সুযোগ কাজ লাগাতে হবে। দেশটির সঙ্গে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য দিনদিন বাড়ছে।’

বৃহস্পতিবার ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত ‘২৮তম ইউএস ট্রেড শো-২০২২’ এর উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। চলমান বিশ্ব অস্থির পরিস্থিতিতেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির জন্য একক দেশ হিসেবে অনেক বড় বাজার। বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তাতিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। তৈরি পোশাক ছাড়াও বাংলাদেশ হিমায়িত খাদ্যপণ্য, চামড়াজাত পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে সুনামের সঙ্গে রপ্তানি হচ্ছে।

আরো পড়ুন: টার্মিনাল ছাড়া টোল আদায়ে চাঁদাবাজির মামলা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

আরো খবর