বুধবার, ৩১ মে ২০২৩, ১০:১৬ অপরাহ্ন

রংপুরে ১২০ গ্রাম হেরোইন রাখায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন দিয়েছেন আদালত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২১

রংপুরে ১২০ গ্রাম হেরোইন রাখার অভিযোগে দায়ের করা মাদক মামলায় এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে রংপুরের জেলা ও দায়রা জজ শহীদুল ইসলাম এ রায় প্রদান করেন।রায় ঘোষণার সময় আসামি আমিনুল ইসলাম ও তার স্ত্রী ওজিফা বেগম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশের পাহারায় কারাগারে পাঠানো হয়।মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৫ এপ্রিল রংপুর মহানগরীর তাজহাট এলাকার একটি বাড়িতে স্বামী-স্ত্রী মিলে হেরোইনসহ মাদক ব্যবসা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ওই দম্পতির কাছ থেকে ১২০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

আরো পড়ুন:যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলতে ইংল্যান্ড ও ওয়েলস চুক্তি ছাড়ছেন: জেসন রয়

ওই ঘটনায় মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম ও তার স্ত্রী ওজিফা বেগমকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করা হয়।মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে গতকাল আসামি আমিনুল ইসলাম ও তার স্ত্রী ওজিফা বেগমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।রায়ের বিষয়টি নিশ্চিত করেন সরকারপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী পিপি আব্দুল মালেক। তিনি বলেন, আলোচিত এই মামলায় স্বামী ও স্ত্রী মিলে মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করেছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে।রায় ঘোষণার সময় আসামিপক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।

আরো পড়ুন:গুলশানে জাকিরের গেষ্ট হাউজকে কেন্দ্র করে কে এই লাকী?

 

শেয়ার করুন

আরো খবর