রাজধানীতে ডিজে পার্টি থেকে বিদেশি মদসহ চারজনকে আটক
নিজস্ব প্রতিনিধি
আপডেট সময়
শনিবার, ২০ মে, ২০২৩
২৭
রাজধানীর বাড্ডায় এলাকায় ডিজে পার্টি থেকে বিদেশি মদসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তারা হলেন- আজাহারুল ইসলাম মোল্লা, মঈনুল ইসলাম চঞ্চল, রুস্তম আলী, পিরস চিসিম। আজ শনিবার সকালে এ তথ্য জানান ডিএনসি দক্ষিণের উপ-পরিচালক মো. মাসুদ হোসেন। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে বাড্ডার সান ভ্যালি স্বদেশ প্রোপার্টিজ আবাসনের নাটমেগ খেলার মাঠে আয়োজিত ডিজে পার্টিতে মাদকবিরোধী অভিযান চালানো হয়।অভিযানে ৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ৮ বোতল ক্রাউন বেভারেজের হান্টার বিয়ার এবং পার্টিতে ব্যবহৃত ৭৬টি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে ডিএনসি।
এছাড়া পলাতক রয়েছেন- দ্রোহী রাকশান্দ, মো. ফয়সাল ও তাহমিদ রাকিব অতুল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, ইকিউব এন্টারটেইনমেন্ট নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার আয়োজনে ও পৃষ্ঠপোষকতায় ডিজে ও মাদক সেবনের পার্টি আয়োজন করা হয়েছিল।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।