তবে বিশেষ দিনে জানা গেল, অপি করিম ছোটবেলায় হতে চেয়েছিলেন একজন ‘রাজমিস্ত্রি’! তখন তার ধারণা ছিল, রাজমিস্ত্রিরাই বড় বড় বাড়ি বানান। আর সে বাড়ি বানানোর ইচ্ছাতেই তার রাজমিস্ত্রি হতে চাওয়া। শেষ পর্যন্ত অবশ্য তিনি তাই হয়েছেন, একজন ‘বড় রাজমিস্ত্রি’ হয়েছেন, মানে স্থপতি। বুয়েট থেকে স্থাপত্যবিদ্যায় ডিগ্রি নিয়েছেন তিনি।
‘কচি কাঁচার আসর’-এর প্রতিষ্ঠাতা বিখ্যাত লেখক রোকনুজ্জামান খান (দাদাভাই) তার নাম দিয়েছেন ‘অপি করিম’।
বিখ্যাত নাটক ‘রক্ত করবী’র নন্দিনী চরিত্রে অভিনয় করে তার নিজের নাম প্রায় ‘নন্দিনী’ই হতে বসেছিল একসময়। মজার একটি ঘটনা হলো, ওই নন্দিনী চরিত্রে অভিনয় করতে গিয়ে মঞ্চে তার শাড়ির গিঁট হঠাৎ খুলে যায়। কাউকে কিছু বুঝতে না দিয়ে নাটকের বাকি সময়টুকু পেটে হাত চেপে শাড়ি ঠিক করে রেখেছিলেন। আর দর্শক নাকি তাতে ভেবে নিয়েছিল, নন্দিনীর পেটে ব্যথা…।