পাঁচ দশক ধরে মঞ্চের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর। সেই ধারাবাহিকতায় গত রবি ও সোমবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চায়িত হয় তার অভিনীত নাটক ‘রিমান্ড’। নাটকটিতে একজন লেখকের চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর।এই নাটকটির মাধ্যমেই ক্যারিয়ারের প্রথমবার মঞ্চনাটকের জন্য সম্মানী পেলেন এই অভিনেতা। সোমবার পঞ্চম প্রদর্শনী শেষ হওয়ার পর নাটকটির নির্দেশক শুভাশিস সিনহা ও হূত্মঞ্চ নাট্যদলের প্রধান সমন্বয়ক পাভেল রহমান আসাদুজ্জামান নূরের হাতে সম্মানী তুলে দেন।
আরো পড়ুন:কানের লাল গালিচায় হেঁটে বাজিমাত করলেন বলিউড অভিনেত্রী সানি লিওন