মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যার ভবন উদ্বোধন হলেও ৫০ শয্যার ভবনেই রাখা হচ্ছে ভর্তি রোগীদের। জায়গার অভাব- এ অজুহাতে ৫০ শয্যার ওই ভবনে শয্যা পেতে রাখা হয়েছে ৩৪টি। এ অবস্থায় ভর্তিকৃত রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরেজমিন বুধবার ওই হাসপাতালে গিয়ে পুরুষ ওয়ার্ডের বাইরে করিডোরের মেঝেতে ভর্তিকৃত নয়জন রোগীকে দেখা যায়। এদের মধ্যে কয়েকজন নারী রোগীও আছেন। রোগীরা জানান, তারা মাথায় আঘাতজনিত কারণে গত শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার থেকেই তাদের মেঝেতে চিকিৎসা ও খাবার দেওয়া হচ্ছে। এ সময় পুরুষ ও মহিলা ওয়ার্ডে গিয়ে প্রতিটিতে ১৭টি করে শয্যা পাতা দেখা যায়। ৩৪টি শয্যা রাখার কারণ জানতে চাইলে আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেআ
আরো পড়ুন :শেরপুরের নাকোগাও স্থল বন্দর বাংলাদেশীর মরদেহ হস্তান্তর
হাসপাতালের একটি সূত্র জানায়, স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম স্বাস্থ্যসেবা কমিটির কোনো সভা না ডেকে সব বিষয়েই এককভাবে সিদ্ধান্ত নিয়ে থাকেন। সাইফুল ইসলাম জানান, হাসপাতালের স্টোরে রোগীদের খাট আছে; তবে ৫০ শয্যার চারতলা ভবন সংস্কার হবে- সেজন্য ৩৪টি শয্যা ব্যবহার করা হচ্ছে। উদ্বোধনের পরও নতুন ভবন ব্যবহার না করা প্রসঙ্গে তিনি বলেন, দুটি ভবন একসঙ্গে ব্যবহার করতে সমস্যা হবে, সেজন্য পুরাতন ভবনটিই ব্যবহার করা হচ্ছে।দুই মাস পর পর স্বাস্থ্যসেবা কমিটির সভা করার নিয়ম জানিয়ে তিনি বলেন, করোনার কারণে কমিটির সভা করা হচ্ছে না। খুব শিগগিরই উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সভা আহ্বান করা হবে।