বুধবার, ৩১ মে ২০২৩, ১০:০৯ অপরাহ্ন

লজ্জায় ডুবলেন পাকিস্তানি ব্যাটার

অনলাইন রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৪৩

পাকিস্তান-আফগানিস্তান চলতি সিরিজের প্রথম ম্যাচেই শূন্য রানে আউট হন শফিক। সেদিন আফগানদের বিপক্ষে ২ বল খেলে ০ রান করে আউট হয়েছিলেন তিনি। ম্যাচটিতে আফগানদের কাছে হারতে হয়েছিল পাকিস্তানকে। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুইটি টি-টোয়েন্টি ম্যাচে শূন্য আউট হয়েছিলেন তিনি।তবে সেই ঘটনা ঘটেছিল ২০২০ সালে। এবার প্রায় বছর তিনেক বাদে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলতে নামলেও ভাগ্য বদলায় নি তার। ২০২০ সালে প্রথমে অকল্যান্ডে ও পরবর্তীতে হ্যামিলটনে শূন্য রানে আউট হয়েছিলেন শফিক। দুটি ম্যাচেই দুই বলে শূন্য করে আউট হয়েছিলেন তিনি।আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে লজ্জার নজির গড়লেন পাকিস্তানের ডানহাতি ব্যাটার আবদুল্লাহ শফিক। যা এক কথায় বিরল ঘটনা বললেও ভুল হবে না! প্রথম ব্যাটার হিসেবে পরপর চার ইনিংসে শূন্য রান করে লজ্জার নজির গড়লেন তিনি। শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েছেন আবদুল্লাহ শফিক।

আরও পড়ুন:ফের ঢাকাই সিনেমায় মিঠুন

আফগানদের বিপক্ষে এদিন শারজাতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় দলটি। একটা সময়ে তাদের শূন্য রানে দুই উইকেট পড়ে যায়। ওপেনার সাইম আইয়ুব দুই বল খেলে শূন্য রানে আউট হন। এরপর ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান শফিক। এদিন আগুন ঝরানো বল করেন আফগান পেসার ফজলেহ ফারুকি।

আরও পড়ুন:অর্ধশত আহত হলেন ২০০ টাকা নিয়ে বাঁধা সংঘর্ষে

শেয়ার করুন

আরো খবর