বিশ্বখ্যাত পপতারকা ও অভিনেত্রী লেডি গাগার বাড়িতে ঢুকে উপহার ফেলে যাওয়ার অপরাধে আটক হন এক ব্যক্তি। সেই সময় গাগা বাড়িতেই ছিলেন বলে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী, এক ব্যক্তি লুকিয়ে ফুল দিতে আসার সময় গাগার নিরাপত্তাকর্মীরা তাকে ধরে ফেলে এবং পুলিশকে ডাকা হয়। ঘটনাটি ঘটার সময় গাগা তার মালিবু এস্টেটের বাড়িতেই ছিলেন। জানা গেছে, পুলিশ যখন আসে তখন গাগার দেহরক্ষীরা লোকটিকে আটকে রেখেছিল। আটক সেই ব্যক্তি ব্যাখ্যা করেছিলেন যে তিনি সেখানে ফুল দিতে এসেছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিটিকে আটকের আগে পপতারকার ড্রাইভওয়ের গোড়ায় পৌঁছেছিলেন।গণমাধ্যম টিএমজেডের এক প্রতিবেদন অনুসারে, সেই ব্যক্তি আগেও একাধিকবার গাগার বাড়িতে উপহার ফেলে যান। তবে এবার গাগা নিজেও বাড়িতে উপস্থিত ছিলেন। তাই তিনি গাগাকে ফুল দিতে লুকিয়ে বাড়িতে প্রবেশ করেন। তবে মূল দরজায় পৌঁছানোর আগেই তাকে আটকে ফেলে গাগার দেহরক্ষীরা। পরে পুলিশে খবর দেওয়া হয়। যদিও সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে। গাগার নিরাপত্তাকর্মীদের দাবি, গায়িকার বাড়িতে এই লোককে এর আগেও দেখা গেছে। তিনি বাড়ির আশপাশে একাধিকবার ঘোরাঘুরি করেছেন। প্রায়ই ছোটখাটো উপহার ফেলে গেছেন বাড়িতে।
আরো পড়ুন : চিত্রনায়ক ফারুক দেশপ্রেমের পথ দেখিয়েছেন: তথ্যসচিব
যদিও এমন ঘটনা প্রথম নয়। এর আগে ২০২১ সালে গাগার কুকুর ওয়াকার রায়ান ফিশারকে বুকে গুলি করার পরে এবং তার ফরাসি বুলডগগুলো চুরি করার পরে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল।সম্প্রতি নিজের আসন্ন চলচ্চিত্র ‘জোকার’-এর সিক্যুয়েল নিয়েই ব্যস্ত লেডি গাগা। এতে মূল ভূমিকায় অভিনয় করছেন হোয়াকিন ফিনিক্স। সিনেমাটিতে তিনি ডিসি কমিকস চরিত্র অর্থাৎ জোকারের গার্লফ্রেন্ডের ভূমিকায় অভিনয় করছেন।
আরো পড়ুন : ইরানে যৌনকর্মীদের নিয়ে সিনেমাটি কেন আলোচিত