বলিউড বাদশাহ শাহরুখ খান শুটিংয়ের সময় আহত হয়েছেন। লস অ্যাঞ্জেলসে তার এ শুটিং চলচিল। আহত হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছোট একটি অপারেশনও করা হয়েছে।ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকায় ‘আগামী’ সিনেমার শুটিং করছেন শাহরুখ খান। শুটিং করতে গিয়েই নাকে গুরুতর চোট পান তিনি। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নাকে অস্ত্রোপচার হয়েছে তার। আপাতত ভারতে ফিরে এসেছেন অভিনেতা, ধীরে ধীরে সেরে উঠছেন তিনি।
আরো পড়ুন: পরকীয়ার দায়ে পুলিশ সুপারকে পদাবনতি
শাহরুখের ঘনিষ্ঠ সূত্র থেকে আরও জানা যায়, লস অ্যাঞ্জেলসে শুটিং চলাকালে নাকে আঘাত পান। এরপর নাক থেকে গলগল করে রক্ত পড়তে থাকে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং রক্তপাত বন্ধ করতে ছোট অস্ত্রোপচারের প্রয়োজন আছে। অপারেশনের পর কিং খানকে নাকে ব্যান্ডেজ বেঁধে দেখা যায়।’ তবে এই দুর্ঘটনার বিষয়ে অভিনেতা বা তার টিম কেউই আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।