বুধবার, ২২ মার্চ ২০২৩, ১২:৩৮ পূর্বাহ্ন

সংবিধানের আলোকেই আগামী নির্বাচন করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৭

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সংবিধানের মর্যাদা রক্ষা করে তার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন করবে।গতকাল শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেনগতকাল ১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথের বাধা সাম্প্রদায়িক অপশক্তির বিষবৃক্ষ উপড়ে ফেলা হবে। সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সংবিধান অবিকৃত রেখে, সংবিধানে যেভাবে আছে, সেভাবেই নির্বাচনে যেতে চায় আওয়ামী লীগ।

আরও পড়ুন:প্রয়োজনে চেয়ার ছাড়বে, কম্প্রোমাইজ করবে না ইসি’

 

বিএনপি সরকার বারবার সংবিধানের ওপর আঘাত এনে কলঙ্কিত করেছে। কিন্তু আওয়ামী লীগ সংবিধানের মর্যাদা রক্ষা করে সেই আলোকে আগামী নির্বাচন করবে। আমরা বাংলাদেশের পবিত্র সংবিধানকে অক্ষত রেখে, সংবিধানের আলোকে আগামী নির্বাচন করতে চাই।ওবায়দুল কাদের বলেন, সংবিধানকে কাটাছেঁড়া করেছে, সংবিধানকে কলমের খোঁচায় ক্ষতবিক্ষত করেছে বিএনপি। তারাই সংবিধানের ওপর আঘাত এনেছে, সংবিধানকে কলঙ্কিত করেছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথে অন্তরায় সৃষ্টিকারী, সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদের বিষবৃক্ষকে সম্পূর্ণভাবে আমরা উপড়ে ফেলব, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ব, এই আমাদের অঙ্গীকার। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, বঙ্গবন্ধুর দুটি লক্ষ্য ছিল, একটি হচ্ছে স্বাধীনতা, আরেকটি হচ্ছে মুক্তি। স্বাধীনতা আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা অর্জন করেছি। কিন্তু এখন আমাদের মুক্তির সংগ্রাম চলছে। এই মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন, বঙ্গবন্ধু কন্যা মুক্তির সংগ্রামের কান্ডারি শেখ হাসিনা। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অভিমুখে এগিয়ে যাব- আজকের দিনে এটাই আমাদের অঙ্গীকার। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদেরসহ দলের শীর্ষনেতারা।

 

আরও পড়ুন:আইভির জন্য হাতজোড় করে ক্ষমা চাইলেন এমপি শামীম ওসমান

শেয়ার করুন

আরো খবর