রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সবুজবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ রফিক।
বুধবার (৩০ মার্চ ২০২২) রাত ১২:২৫ টায় সবুজবাগ থানার নন্দীপাড়া ব্রীজ এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
সবুজবাগ থানার অফিসার ইনচার্জ মুঃ মোরাদুল ইসলাম জানান, একজন মাদক ব্যবসায়ী সবুজবাগ থানার নন্দীপাড়া ব্রীজ এলাকার জিরো গলির বিসমিল্লাহ হার্ডওয়্যারের সামনে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১০০০ পিস ইয়বাসহ রফিককে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
আরো পড়ুন: মুন্সিগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ