আবদুস সাত্তার ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণার সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সদস্যসচিব নূর আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন লস্কর, সদস্যসচিব মীর ওয়ালিদ প্রমুখ। সংবাদ সম্মেলন করে সাত্তারকে প্রতিহত করার ঘোষণা দেওয়ার কয়েক দিন পর থেকে তাঁরা নিজেরাই রাজনীতির মাঠ ছাড়তে থাকেন। গ্রেপ্তার–আতঙ্কে অনেকে এলাকাও ছেড়েছেন।
বিএনপির পদধারীরা সাত্তারের বিরুদ্ধে হলেও পদবঞ্চিতরা পাশে
সরাইলের চলমান রাজনৈতিক ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করে দেখা গেছে, আবদুস সাত্তার ভূঁইয়ার নির্বাচনী কার্যক্রম ধীরে ধীরে আওয়ামী লীগ ও সরকারের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পদের নেতা-কর্মীরা মাঠ ছেড়ে দিয়েছেন। বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত সরাইল উপজেলা সদরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো নেতা-কর্মীকে তেমন দেখা যাচ্ছে না। এমনকি সামাজিক কোনো কর্মকাণ্ডেও তাঁদের দেখা মিলছে না। অধিকাংশ সময় তাঁদের মুঠোফোন বন্ধ থাকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁদের সাত্তারবিরোধী কিংবা নির্বাচন বিরোধী প্রচারণাও থেমে গেছে।