যারা ক্যামেরা ব্যবহার করেন তাদের এই যন্ত্রের বাড়তি যত্নের দিকে মনোযোগ দিতেই হয়। বিশেষত ডিএসএলআর ক্যামেরার ক্ষেত্রে এই শখের পূরণ করা জরুরি হয়ে দাঁড়ায়। কিন্তু সেটা কিভাবে করবেন? চলুন জেনে নেই।
আরও পড়ুনঃ৬ মাসে রেমিট্যান্স অর্জিত হয়েছে ১২ হাজার ৪৫২.১২ মিলিয়ন ডলার
ক্যামেরার জন্য একটি ক্লিনিং কিট কিনে নিন। এই কিটের মাধ্যমে ক্যামেরার যত্ন নেয়া সহজ হয়।
ক্যামেরা নিয়ে বের হওয়ার সময় খালি হাতে বের হবেন না। সঙ্গে একটি ক্যামেরার ব্যাগ সঙ্গে রাখবেন।
ক্যামেরার লেন্স, বডি ও লেন্স গ্লাস পরিষ্কার করতে নরম ব্রাশ ব্যবহার করুন।
জুম লেন্স পরিষ্কার করার সময় জুমিং পজিশনে লেন্সটি নিয়ে যেতে হবে।
ক্যামেরার ভেতর ধুলো জমে থাকলে হ্যান্ড এয়ার ব্লোয়ার এর সাহায্যে পরিষ্কার করুন।
ক্যামেরা পরিষ্কার করার সময় ক্যান্ড এন্ড ব্লোয়ার ব্যবহার করা যাবে না।
ক্যামেরার লেন্স ব্যবহারে র সময় ক্যামেরার বডির মুখ সবসময় নিচের দিকে রাখতে হবে।
ক্যামেরার স্ট্র্যাপ ঠিকভাবে আটকে রাখতে হবে।
অব্যবহৃত লেন্স ‘এন্ড ক্যাপ’ দিয়ে ঢেকে রাখা উচিত
আরও পড়ুনঃহোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব, স্ক্রিনশট ফাঁস করে হুঁশিয়ারি অভিনেত্রীর